শনিবার , ১৭ মে ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩৪

সেল্টার নবনির্বাচিত কমিটির অভিষেক

ডেস্ক রিপোর্ট
মে ১৭, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

#ইংরেজি ভাষা শিক্ষায় পেশাদারিত্ব জোরদারের আহবান

সিলেট ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউটস এসোসিয়েশনে (সেলটা)-এর ২০২৫-২০২৭ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ মে (শুক্রবার) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম, ব্রিটিশ কাউন্সিলের অ্যাকাউন্ট ম্যানেজার (ইংলিশ অ্যান্ড এক্সামস) মো. বদরুদ্দোজা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব।

সেলটার নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইন উদ্দিন এবং যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জহিরুল ইসলাম উচ্চশিক্ষায় আইইএলটিএস পরীক্ষার অপরিহার্যতা তুলে ধরে বলেন,“আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং স্কলারশিপের জন্য আইইএলটিএস পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কমনওয়েলথ স্কলারশিপ পেতে আইইএলটিএস পরীক্ষায় সফলতা আমার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল।” তিনি সেলটার কমিটিকে অভিনন্দন জানিয়ে আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে পেশাদারিত্ব আরও জোরদার হবে এবং ইংরেজি ভাষা শিক্ষায় সিলেটের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেস পারসুট অফিসার মুহিবুর রহমান। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল অর্কিড এসোসিয়েট।

আলোচনা শেষে সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট খালেদ চৌধুরী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি: সুলতান আহমদ (Hexa’s), সিনিয়র সহ-সভাপতি: শওকত এমরান (Icon Education), সহ-সভাপতি: মো. জিয়াউর রহমান টিটু (T2 Care), সাধারণ সম্পাদক: মইন উদ্দিন (Learning Point), যুগ্ম সম্পাদক: নূর মোহাম্মদ (Career.com), যুগ্ম সম্পাদক: কামরুল হক জুয়েল (Lexis), কোষাধ্যক্ষ: রায়হান হোসেন খান (Mentors), সাংগঠনিক সম্পাদক: হাসান আহমদ খান (Hasan’s), অফিস সম্পাদক: আমিনুল ইসলাম (Amin’s), সদস্য বিষয়ক সম্পাদক: সৈয়দ সুজন আহমদ (AIMS Education), আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক: মোশারফ হোসেন (English Achievers), প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক: স্বপ্নীল আরাবি (Praxis), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শাহ সুলতান (Shah Sultan’s), হসপিটালিটি সম্পাদক: জহিরুল ইসলাম রুবেল, (Smarts Study)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন, এডভোকেট খালেদ চৌধুরী (Excel Institute), আব্দুল কাদির সুমন (Hexa’s), বিলাল আহমদ (Trust IELTS), জামিল আহমদ (Hexa’s, আম্বরখানা), এমদাদুল হক (Sky Education) এবং আলী হায়দার বিপ্লব (Star Education। কমিটির উপদেষ্টারা হলেন ফেরদৌস আলম (Orchid Associates), মো. আতিকুর রেজা চৌধুরী (Eurasia), মো. জাকির আলী (Zakir’s Education Services) এবং মাহবুবুল হক লস্কর (UK Bangla)।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদ তাঁর বক্তব্যে বলেন, “SELTA কেবল একটি সংগঠন নয়, এটি সিলেটের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে এক সম্মিলিত শক্তি। আমরা প্রতিযোগিতার বদলে সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে শিক্ষার উৎকর্ষতা অর্জন করবো।” অনুষ্ঠানের সমাপ্তি হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ডিনারের মাধ্যমে, যা উপস্থিত সবাইকে আনন্দ ও একতাবদ্ধতার অনুভূতি উপহার দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।