সোমবার , ৮ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

সুদান থেকে দেশে ফিরলেন ১৩৬ জন বাংলাদেশি

সিলেটের সকাল রিপোর্ট:
মে ৮, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুদান ফেরত বাংলাদেশিদের অভয় দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “চিন্তা করবেন না। দেশকে অনেক কিছু দিয়েছেন। কিন্তুআপনারাসেখানে সবকিছু হারিয়েছেন। এখন আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। আপনাদের সাহায্য করার জন্য এবং পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সবাইকেযথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াআইওএম আপনাদের সহায়তা করবে। যেন এ কয়দিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধাটা আমরা কিছুটা লাঘব করার চেষ্টা করব।”

মন্ত্রী বলেন, সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে ২ লাখ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও আপনাদের পুনর্বাসনের জন্য ঋণ দেয়ার লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে।

সোমবার (৮ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরত বাংলাদেশিদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী।এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মোঃ শোয়াইব আহমাদ খান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুররহমান,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাজ্জাদ হোসেন ভূঞা,আইওএম বাংলাদেশ-এর অফিসার ইন চার্জ নুসরাত ফাতেমা গাজ্জালি উপস্থিত ছিলেন।

আগামী ৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, আপনারা আশ্বস্ত হতে পারেন যে অতিসত্ত্বর বাকিদের নিয়ে আসা হবে।

ইমরান আহমদ বলেন, ফেরত আসা সবাইকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদের কল্যাণে কাজ করতে পারি। এসময় তিনি জানান, সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, সুদান থেকে প্রথম দফায় ১৩৬ বাংলাদেশি সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় পৌঁছানো প্রত্যেক বাংলাদেশিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে নগদ ৩ হাজার টাকা এবং আইওএম থেকে নগদ ২ হাজার টাকা এবং খাবার সরবরাহ করা হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।