সোমবার , ৩ এপ্রিল ২০২৩, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৮

সুইডেন ক্রিকেট বোর্ডের সচিব বাংলাদেশি আতিকুর

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুইডেন ক্রিকেট বোর্ডের সচিব বাংলাদেশি আতিকুর

বাংলাদেশি মোহাম্মাদ আতিকুর রহমান সুইডেনের ক্রিকেট বোর্ডের সদস্য ও সচিব নির্বাচিত হয়েছেন। ইউএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ মার্চ সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় উপস্থিত ৬১ বোর্ড সদস্যের ভোটে আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশ নেয় দুটি প্যানেল। নির্বাচনে আতিকুর রহমান ও তাঁর প্যানেল ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

২০২৩-২৪ বছরের জন্য আতিকুর রহমান সুইডেনে ক্রিকেটের প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখবেন। দেশটির ক্রিকেটে অংশগ্রহণ বাড়ানো এবং দর্শকদের কাছে খেলাটিকে জনপ্রিয় করার কৌশল ও উদ্যোগ গ্রহণে তিনি পরিচালনা বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

বাংলাদেশি সুইডিশ নাগরিক আতিকুর রহমান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অ্যালামনাই। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।