# সিসিক নির্বাচন : দলীয় মনোনয়ন চান মাহি ও আসাদ
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবার আওয়ামীলীগের মনোনয়ন পেতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ ওরফে সেলিম। এদিকে মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের কর্মী- সমর্থকেরা এবার তৎপরতা শুরু করেছেন।
মাহি উদ্দিন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, গত সিটি নির্বাচনে মাহি উদ্দিন দলীয় মনোনয়ন পাননি। এবারও তিনি দলীয় মনোনয়ন চাইবেন। মাহি উদ্দিন বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের মানুষজনও আমাকে প্রার্থী হতে অনুরোধ করেছেন। এবারও দলীয় মনোনয়ন চাইব। আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।
যোগাযোগ করলে আওয়ামীলীগ নেতা আসাদ উদ্দিন আহমদ বলেন, বিগত নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম, মনোনয়ন পাওয়ার দ্বারপ্রান্তেও ছিলাম। তবে মনোনয়ন না পেলেও দল ও তৃণমূলের কর্মীদের কাছাকাছি ছিলাম। নগরের বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত ছিল। এবারের নির্বাচনেও মনোনয়ন চাইব৷