সিলেট মহানগরের ওয়ার্ড যুবলীগের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিলেট। শুক্রবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আব্দুস সালাম শাহেদ (৪৫) সিলেটের ভার্থখলার মৃত কলন্দর আলীর ছেলে। এছাড়া শাহেদ সিলেট মহানগর ২৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
র্যাব-৯ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুুরমা থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে (এসএমপি, সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৩৪/৪৭৩, তারিখঃ ২৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামী আব্দুস সালাম শাহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার দুপুরে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।