সিলেটের জৈন্তাপুর ৯৬ বোতল বিদেশী মদসহ ০১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃত মোহাম্মদ শাহিন আহমদ (২৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের মো. শাহজাহানের ছেলে।
র্যাব-৯ জানায়, শুক্রবার রাত ৮ টা ৫৫ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৬ বোতল বিদেশী মদসহ ১ জনকে আটক করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।