রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২৫

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি সহ আটক-১

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি সহ ১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এগুলো নগরের শাহপরান (র.) থানাধীন এলাকা থেকে উদ্ধার করে জব্দ করা হয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত মখলিছুর রহমান (৩৬) সিলেটের জৈন্তাপুরের আগফৌদ গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাকে বালুর নিচে ভারতীয় চিনি লুকিয়ে সিলেট শহরের দিকে নিয়ে আসা হচ্ছে বলে খবর আসে শাহপরান (র.) থানার কাছে। পরে সেখানে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশ দাসপাড়া মুসলিম স্কুলের পাশে পুলিশ চেকপোস্ট স্থাপন করে। সেখানে ভোরে সন্দেহভাজন একটি ট্রাক আসলে চেকপোস্টে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। সেখানে তল্লাশি করে বালুর নিচে ২৭৮ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যেগুলো প্রতি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ১৩ হাজার ৯০০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬৮ হাজার টাকা। এসময় সেখান থেকে ৯০০ টাকা মূল্যের ৩০ ফুট মোটা বালু উদ্ধার করা হয় আর ওই ট্রাকটি জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি জানান যে মালামালের প্রকৃত মালিক জৈন্তাপুরের হারুন (৩০)। ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি বাংলাদেশে এনে তা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে আর চিনি জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।