সিলেটে গৃহবধূ মনি আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী তাজুল হক (২৮)‘কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত তাজুল হক (২৮) হবিগঞ্জের বাহুবল থানার হাবিজ মিয়ার ছেলে ও সিলেটের খাদিমপাড়ার আলা মিয়ার বসতবাড়ীর বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া আলা মিয়ার কলনী থেকে তাজুল হককে আটক করা হয়।
চার বছর আগে মনি আক্তারকে বিয়ে করেন তাজুল হক। তাদের সংসারে ২ বছর ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহ এবং পরকীয়ার সন্দেহে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত শনিবার দুপুরে স্বামী-স্ত্রী শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত শেষে বাসায় ফিরে ঘরের ভিতরে অবস্থান করেন। পরে বিকেল ৩ টা ৪৫ থেকে সাড়ে ৪ টার মধ্যে কোনো এক সময় তাজুল হক তার স্ত্রীকে লাল রঙের টেট্রনের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মৃতদেহ পেছনের কক্ষে ঝুলিয়ে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে চলে যান। ওইদিন বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে নিহতের ভাই মো. বাবলু মিয়া ঘরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে বোনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই সময়ে অভিযুক্ত তাজুল হককে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখা যায়।
আসামি প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও, সুরতহাল রিপোর্ট, স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হচ্ছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের ভাই বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
