বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:২১

সিলেটে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় ৫ টি গরু সহ চালক আটক

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় ৫ টি গরু সহ ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাকে পিকআপ সহ আটক করা হয়। সে ওই পিকআপের চালক। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত মো. জুবের আহমদ (৪০) সিলেটের গোলাপগঞ্জের খর্দ্দাপাড়ার মৃত ইলিয়াছ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন কম্পাউন্ড মেইন গেইট সংলগ্ন বাদাঘাট-তেমুখী পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ বাদাঘাট থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি নীল ও হলুদ রঙের মিনি পিকআপ থামানোর সংকেত দিলে পিকআপ চালক গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় ওই পিকআপে তল্লাশী করে ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে আনা ৫টি বলদ গরু আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা। এসময় গরু বহনকাজে জড়িত থাকায় পিকআপটি আটক করে জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত চালক মো. জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায় যে, এই অপরাধে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।