শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:০২

সিলেটে ময়লার স্তুপ থেকে পশ্চিম জার্মানির তৈরি একটি পিস্তল উদ্ধার

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৩১, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ময়লার স্তুপ থেকে পশ্চিম জার্মানির তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের বনকলাপাড়াস্থ নুরানী ১০৬/৩ নম্বর বাসার উত্তর পাশে বাউন্ডারিবেষ্টিত খালি জায়গায় ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলটি দীর্ঘদিনের পুরনো ও মরিচা ধরা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল গিয়ে পিস্তলটি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তলটি কালো রঙের এবং মরিচা ধরা। অস্ত্রটির গায়ে ‘Made in W. Germany. PERFECTA-EI Alamerin, cal. 8mm K’ লিখা রয়েছে। পুলিশ জানায়, মরিচা ধরার কারণে অস্ত্রটি কক হয় না এবং ট্রিগারও কাজ করে না। এছাড়া বাটের প্লাস্টিক অংশও পিস্তলের সাথে যুক্ত ছিল না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।