শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে সংঘর্ষের সমাধান, ফের বৈঠক বুধবার

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

# ২০ সদস্যর তদন্ত কমিটি গঠন

সিলেটে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে সংঘর্ষের সমাধান হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের জেলা প্রশাসনের উদ্যেগে সিলেট সার্কিট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ক্ষয়ক্ষতি ও পুরোপুরি সমাধানের জন্য আগামী বুধবার ফের বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে ব্যবসায়ী ও অটোচালকদের নির্দেশ দিয়েছে প্রশাসন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। প্রায় ঘণ্টা তিনেক এই সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পর বেলা ৩টার দিকে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষকে বৈঠকে বসানো হয়। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রাত সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে ফের বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপিস্থিত ছিলেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, বৈঠকে আলোচনার মাধ্যমে ২০ জনের একটি কমিটি গঠন করে দেওয়া। সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ১ জন করে, সুশীল সমাজের ৮ জন প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের ৫ জন করে প্রতিনিধি রয়েছেন। তারা সংঘর্ষের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে তথ্য উপাস্থপন করবেন এবং এর ভিত্তিতে বিষয়টির সমাধান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।