মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৫১

সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের ন্যায় সিলেটেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সিলেটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরি এবং কুসংস্কার কমিয়ে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য ও রোগ বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। মানসিকভাবে সুস্থ থাকতে দরকার একটি সুষ্ঠু কর্মপরিবেশ। কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ না থাকলে যেমন মানসিক স্বাস্থ্য ভালো থাকে না, তেমনই মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে কর্মদক্ষতা বিঘ্নিত হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, অফিস স্টাফ সহ গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, ওসমানী মেডিকেল কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে নগরের একটি অভিজাত হোটেলে দিবসটির প্রতিপাদ্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন।

আলোচনা সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন,সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. রনেন্দু কুমার সিংহ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), ডা. ন‚রে আলম শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।

আলোচনার সময় বক্তারা মানসিকভাবে সুস্থ থাকতে সুস্থ কর্মপরিবেশের উপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।