সিলেটে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯, সিলেট। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাইর সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. জসিম উদ্দিন (২৬), দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. মিজান (২৯) ও ঢাকার বাড্ডা থানার মো. টিপু শেখের ছেলে মো. কায়েশ শেখ (৪৬)।
র্যাব জানায়, রোববার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ছালিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।
এছাড়া ওইদিন রাতে জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬.৫ কেজি গাঁজা উদ্ধার করে কায়েশ শেখকে আটক করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
