সিলেটের কানাইঘাট উপজেলার কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামী সাজু আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজু আহমদ (২০) সিলেটের কানাইঘাট উপজেলার মৃত মাহমুদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন নরসিংপুর ইউপির অর্ন্তগত দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে কানাইঘাট থানার প্রবাসী রশীদ আহমদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী সাজু আহমদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গত ১৭ মার্চ ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সাজু ও তার সহযোগীরাকানাইঘাট থানাধীন ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের অন্তর্গত খালপার সাকিনস্থ সালেহ আহমদের বসতবাড়ীতে রশিদ আহমদসহ মামলার অন্যান্য জখমীদের মারপিট করে গুরুতর জখম করে। সাজু আহমদ তার হাতে থাকা ছোরা দিয়ে কাতার প্রবাসী রশিদ আহমদ এর বুকের বাম পাশে ঘাই মেরে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, আসামী সাজু আহমদকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।