সিলেটে নামাজরত অবস্থায় মো. এনামুল হক (৫০) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। বুধবার আসরের নামাজের সময় নগরের বন্দরবাজারস্থ সিলেট কালেক্টরেক্ট জামে মসজিদে তিনি ইন্তেকাল করেন।
তিনি সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুরমার তেলিরাই এলাকার স্থায়ী বাসিন্দা।
জানা যায়, বুধবার আসরের নামায আদায়ের জন্য এনামুল হক বন্দরবাজারস্থ সিলেট কালেক্টরেক্ট জামে মসজিদে যান। সেখানে নামাজরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাথে সাথে অন্যান্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় কামালগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।