সিলেটে ধর্ষণ মামলার ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯পুলিশ। আজ রোববার (২৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃত আসামী শেবুল মিয়া (২২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নতুন ভাঙ্গা হাওরের কটন আলীর ছেলে।
র্যাব জানায়, শনিবার রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার এফআইআর নং-২৩/২৫৪, তারিখ-১৩ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) মূলে ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, গতরাতে র্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।