সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেট নগরের দুইটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- আল তকদির হোটেল থেকে নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মো. শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪), সুজিত দাস (৫০) এবং রজনীগন্ধা হোটেল থেকে আমিনুল ইসলাম (২৮), হোটেল ম্যানেজার বাদশা মিয়া (২৪) ও মর্জিনা আক্তার (২২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন ‘আল-তকদির’আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট ৭ জনকে আটক করে।
এদিন রাতে আরেকটি অভিযানে এসএমপি‘র কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল রোডস্থ ‘রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৩ জনকে আটক করে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসএমপির দক্ষিণ সুরমা থানায় আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর কোতোয়ালী মডেল থানায় মামলা করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
