রবিবার , ১ জুন ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:১৯

সাদাপাথর পর্যটনস্পট বন্ধ ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের সাদাপাথর পর্যটনস্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটন স্পটটি খুলে দেওয়া হবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে পাহাড়ী ঢলের পানিতে নিমজ্জিত রয়েছে সাদাপাথর। যার কারণে সেখানে পর্যটকেরা যেতে পারছিলেন না। সেখানে যাওয়ার জন্য গিয়ে খেয়াঘাট থেকে তারা ফিরে আসছিলেন। আর খেয়াঘাট বন্ধ রয়েছে ওইদিন থেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।