আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং ও মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংসে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এদিন আইরিশদের বিপক্ষে ৩৩৮ রান তুলেছে বাংলাদেশ। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান।
আজ শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেটের লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।