রবিবার , ১৯ মার্চ ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬

শাহপরানে মাটি কাটা নিয়ে সংঘর্ষে নিহত-১

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৯, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সদর উপজেলার শাহপরানে মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় আশিক মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঐ এলাকার পীরের চকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

জানা যায়, পীরের চক বাজার এলাকায় একটি জমিতে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের। একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের একটি টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।