বিপিএলের নবম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত ও মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের দারুণ ইনিংসে ভর করে প্রথমবার ফাইনালে ওঠা সিলেট বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কুমিল্লাকে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে। সিলেটের হয়ে অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় সিলেটের। আন্দ্রে রাসেলের করা প্রথম ওভারেই ১৭ রান তুলে নেন শান্ত-তৌহিদ হৃদয় জুটিয়। এর মধ্যে শান্ত একাই মারেন তিনটি চার। সে ওভারে আরও একটি চার আসে লেগ বাই থেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।