ওসমানীনগর প্রতিনিধি : শনিবার সিলেটের ওসমানীনগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুমারগাও গ্রীড উপকেন্দ্রে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য কাশিকাপন উপকেন্দ্রের আওতাধীন কিছু এলাকায় প্রায় ৬ ঘন্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বালাগঞ্জ ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে। ফিডারের কাশিকাপন উপকেন্দ্রের আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, সেগুলো হলো-উপজেলার দয়ামীর ইউনিয়ন , উছমানপুর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা এবং তাজপুর, গোয়ালাবাজার, বোয়ালজুর, লালাবাজার ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।