সোমবার , ১৫ মে ২০২৩, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৯

লিডিং ইউনিভার্সিটিতে ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কনটেস্টের আয়োজন

ডেস্ক রিপোর্ট
মে ১৫, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

‘স্মার্ট বাংলাদেশ, ভিশন-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও লিডিং ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সিলেট রিজিওনাল ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কন্টেস্ট’। সিলেটের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লিডিং ইউনিভার্সিটিতে ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কনটেস্ট’ অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষ্যে সোমবার বিকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, শিক্ষা ও আইসিটি) এ.এস.এম কাসেম লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল‍্যাব এবং পুরো ক‍্যাম্পাস ঘুরে দেখেন। ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কন্টেস্ট’- এর সমন্বয়ক ও লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম ও ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান এবং সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।