সিলেটের গোয়াইনঘাট উপজেলার মো. গোলাম জিলানী সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত ও আব্দুল মুবিন লন্ডলে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড ওরগনাইজেশন ইন ইউকের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড ওরগনাইজেশন ইন ইউকের সভাপতি মো. গোলাম জিলানী ব্যবসায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি এওয়ার্ডে ভূষিত হন এবং আব্দুল মুবিন গোয়াইনঘাট প্রবাসীদের মধ্যে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন।
গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড অরগনাইজেশন ইন ইউকের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন।
সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ছুলুক মিয়া, সাবেক স্পিকার মো. আয়াছ মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর কবির আহমদ, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, জিএসসির চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বিবিসিসি প্রেসিডেন্ট রফিক হায়দার, বিসিএ সেক্রেটারী মিঠু চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারক, কাউন্সিলর ফয়জুর রহমান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুতফুর রহমান বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা আমাদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পরিশ্রম ও ইনভেস্টমেন্টের ফলে আমাদের মানুষদের কর্মসংস্থান হচ্ছে, এতে কমিউনিটি লাভবান হচ্ছে। এসকল মহতি কাজে গোলাম জিলানী এবং কাউন্সিলর আব্দুল মুবিনদের মতো কমিউনিটির সবাইকে এগিয়ে আসা উচিত।
এছাড়া আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী কমর উদ্দিন চৌধুরী পাপলু সিআইপি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আবদুল মোন্তাকিম, খালেদুল কিবরিয়া, সালেহ আহমদ, গোলাম কুদ্দুস কামরুল, নূর আহমদ, ইকবাল আহমদ, মোক্তার আহমদ, ওয়ারিছ উদ্দিন, আজির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন- জিএসসি সাউথ ইস্ট রিজনের সাবেক চেয়ারপার্সন মো. ইসবাহ উদ্দিন, আবদুল মালিক কুটি, মো. আবুল মিয়া, আশফাক আহমদ, আবদুল গফুর, মাওলানা আবদুল মান্নান, ফয়েজ আহমেদ, রঞ্জন দাস, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালিক, আবুল কালাম, মুজিবুর রহমান, শাহান চৌধুরী প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমিন আহমদ।
সকল বক্তা ২০০৬ থেকে যাত্রা শুরু করা গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড ওরগনাইজেশন ইন ইউকের ২০ বছরে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের উন্নয়ন, দুস্থদের ঘর নির্মাণ, সুবিধা বঞ্ছিতদের শীতবস্ত্র বিতরণ, নগদ অর্থ প্রদান, সেলাই মেশিন দিয়ে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা সহ নানা সমাজ সেবামূলক কাজের প্রশংসা করে বলেন- এসব কর্মকাণ্ড সবার জন্য দৃষ্টান্ত। সকলকে সমাজের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সভায় বিশ্বের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রব।