সিলেটের ভোলাগঞ্জের রেলওয়ে রজ্জুপথ (রোপওয়ে) থেকে পাথর উত্তোলন করতে গিয়ে কয়েস মিয়া (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পাথর উত্তোলন করতে গিয়ে উপর থেকে একটি গাছ পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
নিহত কয়েস মিয়া (৩৮) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের ছেলে। সে স্থানীয় দয়ারবাজার একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা যায়, বুধবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত রেলওয়ে রজ্জুপথ (রোপওয়ে) থেকে কয়েকজন সঙ্গী সহ পাথর উত্তোলন করতে যান কয়েস মিয়া। সেখানে পাথর উত্তোলন করতে গিয়ে উপর থেকে একটি গাছ পড়ে ঘটনাস্থলেই কয়েসের মৃত্যু হয় আর আহত হন কয়েসের সঙ্গী ২ জন। আজত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েসের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, পাথর উত্তোলন করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে আর দুজন আহত হওয়ার সংবাদ পেয়েছি। লাশ সুরতহাল করে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।