এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ সানাওয়ার এবং মিসেস নাসিমা চৌধুরী, খাশিল্লা, আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা অসিত কুমার দাশ, ৪ নং মান্নার গাও ইউপির সাবেক চ্যায়াম্যন আবু হেনা আজিজ, বুগলা ইউপির সাবেক চ্যায়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, দোয়ারা বাজার সদর ইউপির ১ নং,ওয়ার্ড সদস্য জুয়েল মিয়া, মান্নার গাও ইউপির ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য লাভলি বেগম, মান্নার গাও ইউপির ৩ নংওয়ার্ড সদস্য বাবু ওজিত চন্দ্র দাস, মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বক্তব্য বলেন
পবিত্র রমজান মাসে কর্মহীন গরিব অসহায় মানুষ পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করে। তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দু:সময়ে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে হবে। পবিত্র রমজান আমাদের সেই শিক্ষাই দেয় এবং আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিকের উপর রোজা ভঙ্গ করেছি।