শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৪৩
আজকের সর্বশেষ সবখবর

মুরারিচাঁদ কবিতা পরিষদের নেতৃত্বে আবির-জাবের

এমসি কলেজ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত ৩য় ‘শরৎ কবিতা উৎসব’র অনু্ষ্ঠান শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের অফিস কক্ষে ১১তম কমিটির সভাপতি হাসনাত জাহান তহবিলদার সুমনার স্বাক্ষরিত ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজের সুপারিশকৃত নতুন কমিটির অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

মইনুল হাসান আবির সভাপতি, মোহাম্মদ আলী জাবের সাধারণ সম্পাদক ও নাঈমুল ইসলাম গুলজারকে সাংগঠনিক সম্পাদক করে প্রস্তাবিত ১২তম কার্যনির্বাহী (২০২৪-২৫) কমিটি গঠন করা হয়।

এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সিজান শেখ, আহমদ হাসান, ইভা সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক- সামিয়া আক্তার, চৌধুরী নাফিসা, সহ-সাংগঠনিক সম্পাদক উদয় সরকার, অর্থ সম্পাদক মো. আবদুল কাদের সজীব, সহ-অর্থ সম্পাদক মিলাদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- অনুশুয়া অতসী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সানজিদা রশীদ, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক শ্রুতি ঘোষ, সহ-আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক বিপ্রজিত তালুকদার দীপ, দপ্তর সম্পাদক ইউসুফ আল আজাদ।

এছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে ওমা দেব, জিনিয়া চৌধুরী টুম্পা, তাছরিন জাহান তমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন গুনশ্রী দাস তিথি, সাবিকুন নাহার লুবনা, মার্জিয়া সুলতানা নাজিয়া, জীবন দাস পার্থ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।