শুক্রবার , ৩ মার্চ ২০২৩, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১২:১৭
আজকের সর্বশেষ সবখবর

মার্চেই তিনটি কালবৈশাখী, বজ্রপাত-শিলাবৃষ্টি

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসেই বজ্র ও শিলাবৃষ্টিসহ অন্তত তিনটি কালবৈশাখী ঝড় আঘাত হানবে দেশে। যার অন্তত একটি ঝড় হবে তীব্র। বৃহস্পতিবার (২ মার্চ) আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের ফলে চলতি মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।