শিশুশিল্পী হিসেবে ইমেজ কাটিয়ে ওঠার পর অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করছেন প্রার্থনা ফারদীন দীঘি। এরই ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হলেন এ অভিনেত্রী।
শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ। সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন। তাদের সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চাষি আলম ও সীমান্ত আহমেদ ছিলেন।
এ প্রসঙ্গে দিঘী বলেন, এমন একটা চমৎকার গানের ভিডিওর অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শুনলে এমনিতেই শরীরে দুলুনি চলে আসে। আমি নিশ্চিত গানটি এখন থেকে আমাদের বিয়ে-শাদীর আনন্দ আয়োজনের একটি অংশ হয়ে উঠবে।
নায়ক ইমন বলেন, বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করলেও এ ধরনের একটা মজার ভিডিওতে আমার অংশগ্রহণ এই প্রথম। কাজটি করতে গিয়ে আমি খুব উপভোগ করেছি।
গানটি নিয়ে সায়েরা বলেন, বিয়ে-শাদীর উৎসব আয়োজনে নাচ, গান আর মজা করতে একটু ফাস্ট বিটের মজার গান প্রয়োজন হয়। আমাদের বাঙালিদের বিয়ের অনুষ্ঠানগুলোতে ও ভিডিওতে ভিনদেশি গানের ব্যবহার খুব বেশি। আমাদের এ গানটি বাঙলিদের বিয়ের আয়োজনের প্লে লিস্ট থেকে ভিনদেশি ট্র্যাকের ব্যবহার কমিয়ে আনার ট্রেন্ড সেট করতে পারলেই আমাদের উদ্যোগ সার্থক হবে।
‘ওয়েডিং মিক্স’ শিরোনামের গানটি গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে।