খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের আজ শুক্রবার সিলেট বিভাগের বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবেন। এ উপলক্ষে আজশুক্রবার (১১ জুলাই) বিকাল ৫টায় জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির হলরুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে ক্লাব সদস্যদের উপস্থিতি কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
