সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বাদ জুমআ রেডক্রিসেন্ট সোসাইটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল বেলা আড়াইটায় জেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীতে অংশগ্রহন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমেদ,যুব রেডক্রিসেন্টের সদস্যরা। বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।