মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:২১

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল আম্বরখানায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।

এসময় বক্তারা বলেন, আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় ধাও ধাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আক্রমণ নয়। যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের উপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই। আমাদের আন্দোলন গনহত্যা বন্ধ হওয়া পর্যন্ত চলমান থাকবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

আরোও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা ইসরায়েলের পণ্য বর্জন করবো, সবাইকে বর্জনে উৎসাহিত করবো। আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝি বলা। শান্তিপূর্ণ আন্দোলন থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পণ্য লুটপাট করা সঠিক হয়নি। এই কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মঙ্গলবার সকালে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম সিলেটের উদ্যোগে ধর্ষণ ও হত্যার হুমকি এবং সাইবার বুলিং এর মাধ্যমে আত্মহত্যা করতে প্ররোচিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জৌতি এষ, জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মঈন উদ্দিন আহমদ মইনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের।

এসময় বক্তারা বলেন, সাইবার অপরাধ, বিশেষত সাইবার বুলি, আধুনিক যুগে এক নতুন মনস্তাত্ত্বিক অত্যাচারে পরিণত হয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মানুষ প্রতিনিয়ত ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকছে। ফলে সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও বাড়ছে। সাইবার বুলিয়িং অনলাইনে অপমান, হুমকি বা অবমাননাকর আচরণ করা, যার ফলে একজন ব্যক্তির মানসিক, সামাজিক এবং কখনো কখনো শারীরিক ক্ষতিও হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।