ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর ইসরায়েলিদের হামলার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
২১অক্টোবর (শনিবার) সালুটিকর বাজারে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা রফিক আহমদ মহল্লীর সভাপতিত্বে ও ইমরান আহমদের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ গুলজার আহমদ।
বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আতাউর রহমান, আল হেরা একাডেমির প্রভাষক জালাল সিদ্দিকী ও আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন,সুবহানীঘাট মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম আলী, মানাউরা নুরানি মাদ্রাসার মুহতামিম মাওলানা কুতুব উদ্দিন, নওয়াগাও মাদ্রাসার মুহতামিম,মাওলানা নেসার উদ্দিন, ব্যাবসায়ী মুহাম্মদ বিলাল উদ্দিন, পিয়াইনগুল মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ শরিফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ,মানাউরা মাদ্রাসার শিক্ষক মাও. ইমাম উদ্দিন, শাহাব উদ্দিন প্রমুখ।