মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় একটি গ্যাং কার (পরিদর্শন ট্রেন) ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করে। এর পর ছয় বগির একটি ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ায় যাচ্ছে। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরবে।

অনুষ্ঠানে চীফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি, ইকবাল হোসেন অপু এমপি, সাবেক হুইপ সাগুফা ইয়াসমিন এমিলি এমপি, নাহিম রাজ্জাক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।