মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২৯

নারী শিক্ষাকে এগিয়ে নিতে সিলেটে সাইকেল বিতরণ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২২, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নারী শিক্ষাকে এগিয়ে নিতে সিলেটের দক্ষিণ সুরমা সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ‘স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়’ এই ভাবনা থেকে এমটিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি “স্বপ্ন সারথি”র কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

মাজেদা সুলতানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমটিবি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সামিয়া চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান বদরুল হক, সিলেট শাখা ব্যবস্থাপক মো. রুমান পারভেজ, সাস্ট স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক পলাশ চক্রবর্তী, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল নুসরত হক। অনুষ্ঠান সমন্বয় করেন মো. জাকারিয়া সিদ্দিকী।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিরিন সুলতানা ও বাবুল আহমেদ। নারী শিক্ষাকে এগিয়ে নিতে এমন উদ্যোগে নেয়ায় তারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে ধন্যবাদ জানান। তারা বলেন, আমাদের সমাজে নারী শিক্ষার্থীদের অনেক প্রতিকূলতা অতিক্রম করে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হয়। সমাজের বিত্তবান ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এগিয়ে আসলে দেশে নারী শিক্ষা আরো এগিয়ে যাবে।

অষ্টম শ্রেনির ছাত্রী মোমো সেন বলেন, বাইসাইকেল পেয়ে আমি খুবই আনন্দিত। এখন থেকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারব।

শিক্ষার্থী সোরোনি দেব সৃষ্টি বলেন, গরীব ও অসহায় পরিবারের ছাত্রীদের স্কুলে যাতায়তের জন্য বাইসাইকেল প্রদান করায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাছে আমরা কৃতজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।