শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০১

ধ্রুব গৌতম’র ছড়া- চিত্রলেখা

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ভুল হয়েছে ভোরবেলায়

শিশির ভেজা চুল খোলায়

মেঘলা চুলে লাগছে বেশ

মিষ্টি মেয়ের দীঘল কেশ

 

কেশের বুকে দুলছে ফুল

ফুলের ঘ্রাণে মন ব্যাকুল

ফুল দেখি না দেখছি চেয়ে

ঘর পালানো একটি মেয়ে

মেয়ের দু’চোখ জলে ভরা

 

ঠোঁটের মাঝে হাসির ক্ষরা

ব্যাথার স্রোত বইছে বুকে

তারই কথা বলছে লোকে

লোকের মুখে মেয়ের নাম

 

এইতো প্রথম জানলাম

নামটা ধরে দিলাম ডাক

মেয়েটি বলে আজকে থাক

সেদিন পরে পাইনি দেখা

মেয়েটির নাম চিত্রলেখা

 

পেতাম যদি খোঁজ খবর

আমি মেয়ের হতাম বর

বর আমি আর মেয়ে কনে

ঘর হবে এই দুই জনে

মেয়েটা রাতে বাজায় শিস

 

শরীর জুড়ে ভরলো বিষ

পাড়ার লোকের অপবাদে

ভীরু দুটি পায় যায় ছাদে

মায়াবী চাঁদ বলছে হায়

সোনার মেয়ে নেয় বিদায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।