সিলেটের সবচাইতে বড় ফলের আড়ত কদমতলী ফল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মার্কেটের ছাদের ওপর রাখা ফলের ক্যারেটে আগুন লাগার পর কুন্ডলী পাকিয়ে ধোয়া উড়তে থাকে।
দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান, আগুন লাগার খবর পেয়ে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। প্রায় দেড় ঘন্টা পর দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
ওই ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ফায়ার ফাইটার মো: হানিফ জানান, আগুনে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে, কোন দোকান পুড়েনি বলে তার দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে সেখানে বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।