মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

তাহলে আইপিএলে যাচ্ছেন সাকিব-লিটনরা?

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৮, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে মাশরাফি বিন মর্তুজা মনে করেন আবেগি হয়ে বিবিসির উচিত হবে না, সাকিবদের আইপিএলে খেলা আটকে দেওয়া।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও কথা বলেছেন একই বিষয়ে। তিনিও মাশরাফির সুরই ধরেছেন। তিনি মনে করছেন আইরিশদের বিপক্ষে টাইগাররা ফেবারিট। তাই সাকিব-লিটনরা না থাকলেও খুব একটা ক্ষতি হবে না। তবে সাকিবদের মনরক্ষার পাশাপাশি সুজন বিসিবির মনও রক্ষা করে এটাও মনে করিয়ে দিয়েছেন যে, দেশের খেলা আগে।

সুজন বলেছেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের ইস্যু। বোর্ড এটা নিয়ে একটা চিন্তা করেছে। ওদের সঙ্গে কীভাবে কথা হয়েছে তা আমি জানি না। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ, আমি মনে করি আমরা যথেষ্ট শক্তিশালী দল। টেস্ট ম্যাচে আমরা যে দলই খেলাই না কেন আমরা ওদের সঙ্গে ভালো করব। আমি ওদের (আয়ারল্যান্ড) ছোট করছি না। তবে এই কন্ডিশনে বা ওদের খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে সাকিব-মুস্তাফিজ বা লিটন যদি নাও থাকে খুব যে বড় ক্ষতি হবে তা না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।