মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৯
আজকের সর্বশেষ সবখবর

ডা. স্বপ্নীলের সাথে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

লবীব আহমদ
অক্টোবর ১৭, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেট নগরীর ল্যাব এইডে তাঁকে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে ফুলেল শুভেচছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, সাংবাদিক আব্দুল হান্নান, সহসভাপতি এনামুল হক, প্রচার সম্পাদক লবীব আহমদ, ক্রীড়া সম্পাদক আবু আল ছামী, সদস্য নাজমুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার গুলজার হোসেন, মেডিকেল শিক্ষার্থী বিলাল মিয়া প্রমুখ।

এসময় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ নেতৃবৃন্দকেও শুভেচ্ছা জানান এবং পূর্বের ন্যায় সবসময় দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।