বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২০
আজকের সর্বশেষ সবখবর

জেনারেল ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এখন সময়ের দাবি

লন্ডন প্রতিনিধি:
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

লন্ডনে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের আলোচনা সভা

বাংলাদেশের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত ব্যক্তিত্ব হচ্ছে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী। কিন্তু, বিগত সরকারগুলোর আমলে তিনি নানামুখী বৈষম্যের শিকার হন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁরই সুযোগ্য দিকনির্দেশনা ও রণকৌশলে মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশ পরাভূত করতে সক্ষম হয়। তাই, জেনারেল ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এখন সময়ের দাবি।

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে সম্প্রতি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে সংঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে আব্দুল কাদির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান , ট্রেজারার সালেহ আহমদ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, ওয়েস্টহাম সিএলপির চেয়ারপার্সন জেইন মিয়া, সিলেট বিভাগ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কাতারের সভাপতি খায়রুল বাশার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি এম এ আজিজ ও মোহাম্মদ ইছবাহ উদ্দিন, আলহাজ মানিক মিয়া, সাংবাদিক রহমত আলী, আহসানুজ্জামান আরিফ, কাউন্সিলর ফয়জুর রহমান, সাংবাদিক মিসবাহ জামাল, বিটিএ ট্রেজারার মিসবাহ কামাল,ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতি আখলাকুর রহমান ও ফজলুল করীম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটি , আমিন উদ্দিন মাস্টার, আংগুর আলী, লোকমান আলী, আবাব মিয়া, আব্দুস সুবহান, ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারী শাহান চৌধুরী ও ট্রেজারার সালেহ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন মজির উদ্দিন, ওলিদুর রহমান, লোকমান আলী, রফিক আহমদ, কাজী তাজ উদ্দিন আকমল, মহি উদ্দিন, আব্দুর রহমান, আংগুর আলী প্রমুখ। জার দাবী জানানো হয়। পরে মোনাজাত পরিচালনা করেন ব্যারিস্টার আতাউর রহমান।
ক্যাপশন: লন্ডনে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ব্যারিস্টার আতাউর রহমান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।