মঙ্গলবার , ১০ জুন ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৪৬

জাফলংয়ে পর্যটকদের সাথে স্থানীয়দের হাতাহাতি

স্টাফ রিপোর্টার
জুন ১০, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে পর্যটকদের হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে জাফলংয়ের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের কথা-কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পর্যটকদের ধাওয়া দেন কয়েকজন যুবক। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।

এসময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি স্থানে পর্যটকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসের পাশে জটলা দেখা যায়। সেখানে কথাবার্তা হচ্ছিল। তবে কী নিয়ে কথা বলছিলেন, সেটি শোনা যায়নি। একপর্যায়ে তাদের মধ্যে চিৎকার ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল–বোঝাবুঝি হয়েছিল স্থানীয়দের। সেখানে হাতাহাতিও হয়। তবে কেউই গুরুতর আহত হয়নি। স্থানীয় মুরব্বিরা এটি সমাধান করে পর্যটকদের খুশি করে দিয়েছেন। তবুও আমরা এরকম আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমরা সতর্ক করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।