সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া পাবেল মিয়ার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) বেলা ১২টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবেল গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে। তিনি বালু তোলার কাজ করেন। বালু তুলতে নৌকার করে যাচ্ছিলেন। গত সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয়রা জানান, পাবেল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। সোমবার (২ মে) সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়। তবে হঠাৎ করে কীভাবে তিনি পানিতে পড়লেন, তা জানা যায়নি। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।