সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান,দুপুর ১২টার দিকে পৌর শহরের জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালান। দ্রুতই আগুনে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের প্রাণপণ প্রচেষ্ঠা চালান। প্রায় দুই ঘন্টা ব্যাপি চেষ্ঠার পর আগুনে নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে তোলার দোকান,মান্না ভেরাইটিজ ষৃটোর( তীর সুয়াবিন তেল ও মার্কাস দুধের পরিবেশক) রাজু ইলেকট্রনিক এন্ড সুমি এন্টারপ্রাইজ ও ক্যামিকেলের একটি দোকানসহ আট ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মান্না এন্টারপ্রাইজের মালিক প্রদীপ দে জানান, মুর্হুতের মধ্যে আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
রাজু ইলেকট্রনিকের মালিক রাজু ভট্রাচার্য্য জানান, আগুনে তাঁর দোকানের এক কোটি টাকার মালমাল পুড়ে গেছে।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য জানান,ভয়াবহ আগুনে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সব ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আল মাসুদ জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে তুলার ঘর থেকে আগুন লাগার ধারণা করা হলেও আগুনের সুত্রপাত নিশ্চিতে আমরা কাজ করছি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান সহ ব্যবসায়ী নেতারা।