মঙ্গলবার , ৩ জুন ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:০৪

জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

স্টাফ রিপোর্টার
জুন ৩, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জকিগঞ্জ উপজেলায় পাহাড়ী ঢলের পানিতে ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে ৫ টি ইউনিয়ন। আশ্রয়কেন্দ্রে উঠেছেন মানুষজন। তবে এখনো সুরমা ও কুশিয়ারার ৪ টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, সোমবার রাত ও সকালে কুশিয়ারার ৩ টি ডাইক ভেঙ্গে পানি প্রবেশ করে লোকালয়ে। তবে এর আগে কুশিয়ারার অমলশীদ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে গেলেও বন্যার আশঙ্কা দেখা দেয় নি। কিন্তু, ডাইক ভেঙ্গে যাওয়ায় সরাসরি লোকালয়ে পানি প্রবেশ করে। এতে প্লাবিত হতে থাকে সেখানকার লোকজন। যার কারণে মঙ্গলবার দুপুরের দিকে ৪ টি আশ্রয়কেন্দ্রে ৩৬ টি পরিবার উঠেন। তবে বিকেল থেকে পানি নেমে যাওয়াতে এই পরিস্থিতির উন্নতি দেখছেন সংশ্লিষ্টরা।

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাউবো সিলেটের তথ্য অনুযায়ী, সিলেট অঞ্চলের ২ টি নদীর ৪ টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমা থেকে ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আ কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে ১৯৪ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৪৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৫৬ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর বাকি নদীতে পানি কমতেছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা রয়েছে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাত সহ বজ্রপাত এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জে পাহাড়ী ঢলের পানি ঢুকে ৫ টি ইউনিয়নের প্রায় ২০/২৫ টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ৪ টি আশ্রয়কেন্দ্রে মানুষজন উঠেছেনও। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। এখন পানি কমতেছে। আশা করা যাচ্ছে তারা কালই আশ্রয়কেন্দ্র ছেড়ে দিতে পারেন। আকাশ ও পরিষ্কার আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।