বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৫ সালের জন্য এই কমিটিগুলো গঠন করা হয়। সিলেট মহানগর সভাপতি হিসেবে শাহিন আহমদ ও সেক্রেটারী হিসেবে শহিদুল ইসলাম সাজুকে মনোনীত করা হয়েছে।
সোমবার রাতে সিলেট নগরীতে ছাত্রশিবির সিলেট মহানগর ও শাবিপ্রবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিবৃন্দ শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
এর আগে রোববার সিলেট জেলার কমিটি গঠন করা হয়। সিলেট জেলা পশ্চিমের সভাপতি হিসেবে মনিরুজ্জামান পিয়াস ও সেক্রেটারী হিসেবে আবু জুবায়ের আর জেলা পূর্বের সভাপতি হিসেবে মারুফ আহমদ রাজু ও সেক্রেটারী হিসেবে আবু আইয়ুব মঞ্জুকে মনোনীত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ বলেন, আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও সিলেট মহানগরী সেটআপ হয়েছে। আগামী বছরের জন্য সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে ও সেক্রেটারী হিসেবে শহিদুল ইসলাম সাজু ভাইকে নির্বাচিত করা হয়েছে। খুব শিগগিরই মহানগর পূর্ণাঙ্গ ও অন্যান্য থানা শাখা সেটআপ করা হবে। ময়দানে আমরা দাওয়াতী কাজকে গুরুত্ব দিবো। আমরা মহানগরের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ পুরোপুরিভাবে ফিরিয়ে আনতে আমরা অবদান রাখবো এবং শিক্ষার্থীদের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।