কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে চুরি হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এছাড়া, যৌথবাহিনীর পৃথক আরেকটি অভিযানে সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে ৮০টির মতো ট্রাক দাঁড় করিয়ে সাদা পাথর চেক করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল বুধবার (১৩ই আগস্ট) মধ্যরাতের পর ধলাই নদীর তীরবর্তী এলাকায় অভিযান শুরু করে। অভিযানে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
সূত্রমতে, উদ্ধার করা এই পাথরগুলো আবার নদীতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, চুরি হওয়া সমস্ত পাথর আগের জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সিলেট নগরীর প্রবেশমুখ সিলেট এয়ারপোর্টরোডে বুধবার মধ্যরাত থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাথরবোঝাই ৮০টি ট্রাক জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এখনো ট্রাকগুলোর পাথর চেক করা হচ্ছে। যেগুলোতে সাদা পাথর পাওয়া যাচ্ছে-সেসব ট্রাকের পাথর জব্দ করা হচ্ছে। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অভিযানে অংশ নিচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এর আগে বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জরুরি বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে জাফলং ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর টহল, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন, অবৈধ পাথর ভাঙার মেশিন বন্ধে অভিযান চালানো এবং পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা।
