চন্দনভাগ ফুটবল লীগ সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৩ মার্চ) রাতে গোলাপগঞ্জ উপজেলার চন্দনভাগ এলাকার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং সৈয়দ তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনি, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানিম আহমদ চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ড. আলী হোসেন, মোস্তাকিন বিল্লাহ চৌধুরী, হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সুলেমান আহমদ, সুলতান আহমদ, সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমীন হাসান, আলী হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমুখ।
উক্ত খেলায় এফ সি চন্দনভাগ দলকে হারিয়ে বিজয়ী হন চন্দনভাগ ওয়ারিয়র্স দল।