মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৫৯
আজকের সর্বশেষ সবখবর

চন্দনভাগ ফুটবল লীগ সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

লবীব আহমদ
মার্চ ১৪, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

চন্দনভাগ ফুটবল লীগ সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৩ মার্চ) রাতে গোলাপগঞ্জ উপজেলার চন্দনভাগ এলাকার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং সৈয়দ তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনি,  ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানিম আহমদ চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ড. আলী হোসেন, মোস্তাকিন বিল্লাহ চৌধুরী, হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সুলেমান আহমদ, সুলতান আহমদ, সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমীন হাসান, আলী হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমুখ।

উক্ত খেলায় এফ সি চন্দনভাগ দলকে হারিয়ে বিজয়ী হন চন্দনভাগ ওয়ারিয়র্স দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।