শুক্রবার , ১৬ মে ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:০৮

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে’র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
মে ১৬, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটের তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে’র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৪ মে) লন্ডনের একটি হলরুমে গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ গোলাম জিলানীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইকবাল আহমদের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক সূফি সুহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর সাবেক সভাপতি নুরুল আলম বাবুল, খালিদ কিবরিয়া, সালেহ আহমদ, কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, নুর আহমদ, লাহিন আহমদ, আনেয়ার হোসেন সবুজ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ আহমদ।

ক্লাবের সদস্যবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, মহি উদ্দিন সুমন, জহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমন, সোহাগ আহমদ, রাসেল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, সুলতান আহমদ, কিবরিয়া ওয়াহিদ, বোরহান উদ্দিন, আরিফুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, হাসান, এনামুল হক, সালমান, রুবেল, রাহাত, খায়রুজ্জামান, জুবেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।