গণতন্ত্র মঞ্চের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরের ধোপাদিঘীর পূর্বপাড় থেকে নগরে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চ সিলেট জেলার প্রধান সমন্বয়কারী ও সিলেট জেলা জেএসডি-এর আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক। এসময় তিনি বলেন, সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়ছে। আয় থেকে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ পরিবার-পরিজন নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউসার আহমদ, আব্দুল গফফার সুইট, রিয়াজ উদ্দিন আহমেদ, মাসুক আহমদ, বেলায়েত হোসেন বেলু, আজাদ মিয়া প্রমুখ।