খেলাফত মজলিস সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন শাখার মজলিসে শুরা অধিবেশন ২১ মার্চ স্থানীয় শিবেরবাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব খেলাফত মজলিস সিলেট জেলার নির্বাহী সদস্য কে এম রফিকুজ্জামান ও ইউনিয়ন শাখার উপদেষ্টাদের সার্বিক তত্ত্বাবধানে শাখার এ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৩ ও ২৪ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে মাওলানা হোসাইন আহমদ মাহবুব সভাপতি ও মাওলানা শামীম আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মুহাম্মদ তবারক আলী বুলু, মাওলানা আতহার আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আল আমিন, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ বশির আহমদ, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ রহমত আলী, শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসলাম উদ্দিন,যুব বিষয়ক সম্পাদক তুফায়েল আহমদ, এছাড়াও সদস্য দিলওয়ার আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সুফিয়ান শাহ, মাওলানা মাহবুব আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাষ্টার ইয়াসীন আহমদ।